স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে পৌর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। মঙ্গলবার বিকালে ইফতারের পূর্বে নগরকসবা মেহেদি কমিউনিটি সেন্টারে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. শেখ মো: সিরাজুল ইসলাম।
এতে মিরকাদিম পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জামাল হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মো: কুতুবউদ্দিন আহমেদ, জেলা সাধারন সম্পাদক মো: আব্দুল বাতেন, পৌর কমিটির সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন রাহাত প্রমূখ। এ সময় শেখ মো: সিরাজুল ইসলাম বলেন,জাতীয় পার্টি মানুষের কলাণে কাজ করে। দেশের উন্নয়ন করতে হলে পূনরায় জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
Be the first to comment on "মিরকাদিমে জাতীয় পার্টির ইফতার মাহফিল"