জনসাধারণের স্বস্তি প্রকাশ
স্টাফ রিপোর্টার : সদরের সিপাহিপাড়া চৌরাস্তার ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর নির্দেশে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। এতে উচ্ছেদর সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন, ওসি (অপারেশন) জাহাঙ্গীর হোসেন ,হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের কেন্দ্রের আই.সি মো: জিল্লুর রহমান প্রমূখ । সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে পেয়ে আমরা এই অভিযান পরিচালনা করেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
এদিকে সিপাহিপাড়ায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা হওয়ায় সাধারন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীগন স্বস্তি প্রকাশ করেছেন। অবৈধভাবে দখল করে স্থাপনা ঘরে উঠায় সাধারন পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। উল্লেখ্য এর আগে সিপাহিপাড়ায় পরিবহনন বিভাগ হতে চাঁদা তোলা বন্ধ করে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
Be the first to comment on "সিপাহীপাড়ায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল পুলিশ"