শিরোনাম

মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জ গজারিয়ায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার বেলা ১২টায় মুন্সীগঞ্জ-গজারিয়ায় ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ফেরি স্বর্ণচাপা উদ্বোধনের মধ্য দিয়ে যানচলাচল শুরু হয়েছে। জেলা শহর হতে যানবাহন নিয়ে সরাসরি গজারিয়া পৌছাতে দুরত্ব কমপক্ষে ৪০ কিলোমটারের পথ কমবে। দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীর মাত্র ২ কিলোমিটার পথের জন্য জেলা শহরের সাথে সংযোগ ছিল খুবই কষ্টের।

মেঘনা নদী পাড় হওয়ার জন্য একমাত্র নৌকাই ছিল সকলের ভরসা। এদিকে ফেরি সার্ভিস চালু হচ্ছে জেনে স্বপ্নে বুক বেঁধেছে লাখো মানুষ। গজারিয়া হতে নারায়নগঞ্জ হয়ে মুন্সীগঞ্জে গাড়ি পথে আসতে লাগত প্রায় ৬০ কিলোমিটার পথ। অবশেষে ফেরি স্বর্ণচাপা উদ্বোধনের মধ্য দিয়ে লাখো মানুষের ভোগান্তি অনেকটা কমবে।

এদিকে মুন্সীগঞ্জে ভিডিও কনফারেন্সের সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ: মহিউদ্দিন, স্থানীয় সাংসদ এড. মৃণাল কান্তি দাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মফিজুল হক ও জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপি, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, মো: এইচ এম রকিব হায়দার,দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সংবাদকর্মিগনসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।
এদিকে ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালু হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুই উপজেলার বাসিন্দারা।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*