স্টাফ রিপোর্টার :কবি কাশফিয়া আঁখির রচনায় কণ্ঠশিল্পী আরিয়ান মির্জা ও শান্তা দ্বৈত প্রেমের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। প্রেম ছাড়া জীবন বাঁচেনা, তুই ছাড়া সবই লাগে অচেনা-এমন কথার গানটি রচনা করেছেন কবি কাশফিয়া আঁখি। নিয়মিত গান গল্প ও কবিতা লিখছেন কাশফিয়া আঁখি। এই গানের সুরারোপ ও সার্বিক তত্বাবধানে রয়েছেন হাবিব মোস্তফা।
সংগীত পরিচালনা করেছেন লিটন দাশ, মিক্সড করেছেন জেড এইচ বাবু। ঈদ উপলক্ষে প্রোটিউন-এর ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। এদিকে গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে গানের গীতিকার কাশফিয়া আঁখি বলেন, এটা খুব সুন্ড়র একটি গান।।শিল্পীরা চমৎকারভাবে এটি উপস্থাপন করতে চেয়েছে। আশা করি গানটি শ্রোতাদের মুগ্ধ করবে। # (নিচে গানের লিংক )
Be the first to comment on "কবি কাশফিয়া আঁখির নতুন গান নিয়ে আসছেন দুই শিল্পী"