জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ গজারিয়ার মেঘনা নদীতে রোববার চালু হচ্ছে নতুন ফেরি সার্ভিস। প্রথমতো একটি ফেরি দিয়ে এই পথ চালু হলেও চাহিদা অনুযায়ী বাড়বে এর সংখ্যা। ফেরি পথটি চালু হলে জেলা শহর হতে যানবাহন নিয়ে সরাসরি গজারিয়া পৌছাতে দুরত্ব কমবে কমপক্ষে ৪০ কিলোমিটারের। তবে দুই ধারের বিশ কিলোমিটার বেহাল রাস্তার কারণে গাড়ি চলতে না পারলে ফেরি সার্ভিসে কোন সুবিধা পাবেনা বলে জানান, এখানকার যাত্রীরা।
জেলা প্রশাসক সায়লা ফারজানা মুন্সীগঞ্জ ২৪ ডট কমকে জানান, রোববার সকাল ১১ টার দিকে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসটি উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বর্ন চাপা ফেরি নিয়ে চালু হওয়া দুই কিলোমিটারের এই নৌ পথটি পাড় হতে সময় লাগবে আধা ঘন্টা।
মুন্সীগঞ্জ২৪
Be the first to comment on "রোববার মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চালু হচ্ছে নতুন ফেরি সার্ভিস, উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী"