# হে নবী, ওদের বলো, তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো। নিজেরাই দেখো, সত্য অস্বীকারকারীদের পরিণতি কি হয়েছিল!
আল কোরআন,সূরা আনআম,আয়াত :১১
. আল্লাহর কাছ থেকে আসা প্রত্যেক সতর্কবাণী বাস্তবায়নের নির্দিষ্ট সময় রয়েছে। আর শীঘ্রই তোমরা ( তোমাদের পরিণতি সম্পর্কে ) জানতে পারবে।
আল কোরআন, সূরা আনআম,আয়াত : ৬৭
# . হে আদম সন্তান প্রত্যেক ইবাদতের সময় নিজেকে অন্তরে ও বাইরে সুজ্জিত করো। পানাহার করো কিন্ত অপচয় করো না। আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন।
আল কোরআন, সূরা আরাফ,আয়াত ৩১
Be the first to comment on "আল কোরআনের বাণী"