এমজেড রহমানঃ মুন্সীগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার প্যাভিলিয়ানে জাতীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যাগে বৃহ্সপিবার সন্ধ্যায় ইফতার ও আলোচনাসভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ নুরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুবলীগ সভাপতি মোঃ আক্তারুজ্জামান রাজীব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ গোলাম মাওলা তপন, দৈনিক টারমিগান সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম, দৈনিক সবুজ নিশান সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ সোহান, দৈনিক নাগরিক সময় সম্পাদক মোঃ তানভীর হোসেন, বাংলার সাথীর সম্পদক মু আবু হানিফ রানা, শীর্ষ সংবাদ সম্পাদক মোঃ আতিকুর রহমান টিপু, এমসিটিভির সম্পাদক মু, আব্দুস সালাম, মুন্সীগঞ্জ টুডে টুয়েন্টিফোর সম্পাদক শেখ শিমুল, জনজীবন২৪ নির্বাহী সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন, কাউন্সিলর মোঃ আবির হোসেন, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ঢালী, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবনসহ প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জের সদস্য সচিব মোঃ মাহবুব আলম লিটন এবং সভাপতিত্ব করেন আয়োজিত সংগঠনের আহবায়ক মোঃ অালী আকবর শেখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- অদূর ভবিষ্যতে জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যাগে ইফতার মাহফিল"