আইরিন আক্তার : মিরকাদিমে মাদক বিরোধী র্যালী হয়েছে। বৃহস্পতিবার বিকালে মিরকাদিম পৌরসভা আয়োজিত এতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। এ সময় র্যালীটি পৌর কার্যালয় হতে শুরু হয়ে রিকাবীবাজার প্রদক্ষিণ করে কালিন্দীপাড়া এসে শেষ হয়।
এতে মাদক বিরোধী অভিযানের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদক বিরোধী এই অভিযানের মধ্যে দেশ আরো এগিয়ে যাবে। এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের তথ্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিয়ে সহায়তা করার অনুরোধ করেন।
এত অন্যান্যদের মধ্যে র্যালীতে অংশ গ্রহণ করেন পৌর কাউন্সিলর হারুনন অর রশিদ, মো: আজমান মিয়া, মাসুদ ফকরি খোকন, মো: বাবুল আহমেদ, মোনতাজ হিরা ও মো: তারিফ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Be the first to comment on "মিরকাদিমে মাদক বিরোধী র্যালী"