মুন্সীগঞ্জের লৌহজংয়ে যুবলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকালে বিক্রমপুর প্রেস ক্লাবেব সামনে এ মানববন্ধন কর্মসূচি পাল করা হয়। লৌহজং উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মো. লিংকন হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও নি:শ্বর্ত মুক্তির দাবিতে হলদিয়া ইউনিয়ন যুবলীগ এ মানববন্ধন করে। এর পূর্বে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে হলদিয়া বাজার প্রদক্ষিন করেন।
উল্লেখ্য গত সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া গোয়ালীমান্দ্রা গ্রামের খালে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ৭ দিনের সাজা দেয়। এতে বিক্ষুব্ধ যুবলীগ নেতা কর্মীরা এ তার নি:শর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন করে।
ডেস্ক/ আলোকিত মুন্সীগঞ্জ
Be the first to comment on "লৌহজংয়ে যুবলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন"