মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বুধবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খালেক সর্দারকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানাগেছে, উপজেলার লাখারন গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে খালেক সর্দার গংদের সাথে একই গ্রামের কবির লাকুরিয়া গংদের বিরোধ চলে আসছে। এ নিয়ে খালেক সর্দার বাদী হয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। পরে বুধবার দুপুর ১ টার দিকে বিবাদমান জমিতে খালেক সর্দার এর উপর হামলা চালায় প্রতিপক্ষের ফয়সাল (৩০), মসু (৪৫), কবির লাকুরিয়া (৪০), আমজাদ লাকুরিয়া (৪২) গংরা।
এ সময় খালেক সর্দার গ্রুপের সোহেল সর্দার (২৮), জসিম (৩৫) , জাফর (৩৮), জাহানারা বেগম (৫৫), অহিদ সর্দার(৬০) ও রশিদ (৬৫) আহত হয়।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি ইয়ারদৌস হাসান জানান, এখানো অভিযোগ পায়নি। অভিযোগের পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জনকন্ঠ
Be the first to comment on "টঙ্গীবাড়িতে হামলায় আহত ৭"