নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মুরমা কাতলাপাড়া এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সুমন বিশ্বাস ওরফে কানা সুমন। সদর থানার তদন্ত ওসি গাজী সালাউদ্দীন জানান, রোববার গভীর রাত দুইটার সময় তাদের কাছে খবর আসে কানা সুমনের লাশ মুরমা কাতলাপাড়া ব্রীজের সামনে পড়ে আছে, সেখান থেকে গুলি বিদ্ধ অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে তাঁরা।
পরে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহটি পাঠানো হয়। মিরকাদিম পৌরসভার পানির ট্রাংকি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে সুমন। মাদক ও বিভিন্ন সন্ত্রাসী মামলাসহ সুমনের বিরুদ্ধে পঁচিশটি মামলা রয়েছে বলে জানান,পুলিশের এই কর্মকর্তা।
Be the first to comment on "মুন্সীগঞ্জের মিরকাদিমে মাদকব্যবসায়ী কানা সুমন বন্দুকযুদ্ধে নিহত"