শিরোনাম

পূর্ব অালদী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

জেড রহমান : টঙ্গীবাড়ির পূর্ব অালদী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক এ্যাড. মুহাম্মদ অাবু সাঈদ সোহান এর নানা- নানী স্মরনে শুক্রবার সন্ধ্যায় এই ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- চয়নিকার অালী আকবর শেখ, শীর্ষ সংবাদের মোঃ অাতিকুর রহমান টিপু, সংবাদের মাহবুব আলম লিটন, সংগ্রামের আব্দুস সালাম, আমার সংবাদের আবু হানিফ রানা, জনজীবন২৪ এর মোঃ জিয়াউর রহমান জীবন, কালবেলার মোঃ রুবেল রানা, প্রথম কথার মাসুদ আলম, মুন্সীগঞ্জের কাগজের জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ ক্রাইমটিভির রাসেল ফরাজী, বাংলার সাথীর শাহিন হোসেন, ডেসটিনির হেলাল উদ্দিন, সবুজ নিশানের অপু হাসান, স্থানীয় ইউপি সদস্য ও অন্যন্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Be the first to comment on "পূর্ব অালদী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*