এমএন রহমান: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ১১টায় উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারম্যান মহসীনা হক কল্পনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব বলহরি বাড়ৈ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, ইউপি সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত বাজেট সভায় ২০১৮-২০১৯ ইং অর্থবছরের জন্য রাজস্ব অায় ২২ লাখ৩৪ হাজার ৯২৫ টাকা এবং উন্নয়ন অায় ১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ৬৪৮ টাকা ধরে সর্বমোট ১ কোটি ৯৮ লাখ৩১ হাজার ৫৭৩ টাকা বাজেট ঘোষনা করা হয়। সভাপতি তার বক্তব্যে উক্ত বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
Be the first to comment on "মোল্লাকান্দি ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা"