স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের পঞ্চসারে ব্যাটারি চালিত অটোরিকশা ( মিশুক) ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. বাঁধন (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে সদরের পঞ্চসারস্থ দুর্গাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক নিহত বাঁধন মুক্তারপুর এলাকার চৌধুরী বাড়ির বাবুল আক্তারের ছেলে।
এছাড়াও বাঁধন ছাড়া মোটর সাইকেলে থাকা আরেক আরোহী মো: শাহজাহান (১৮)আহত হয়েছে।
প্রথমে বাঁধনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই বাঁধনের মৃত্যু হয়।
Be the first to comment on "পঞ্চসারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত"