স্টাফ রিপোর্টার : সদরের প্রাণ কেন্দ্র সিপাহিপাড়া চৌরাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।
চৌরাস্তায় মূল সড়কে বৃষ্টির পানি জমে রাস্তা ক্ষত হচ্ছে। বাড়ছে জনদুর্ভোগ। দেখার কেউ নেই! একদিকে ব্যাটারী চালিত অটোগাড়ির যানজট অন্যদিকে পানি জমে খনাখন্দ সড়ক। এই দুই মিলিয়ে নাগরিক দুর্ভোগ বাড়ছে। স্থানীয়দের দাবি চৌরাস্তায় পানি জমে সড়কটি ক্ষতির দিকে যাচ্ছে এতে নিরব ভূমিকা পালন করছে সড়ক কর্তৃপক্ষ। রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ বলেন দ্রুত এটি মেরামত করা হবে বলে আশাবাদী
সিপাহিপাড়া চৌরাস্তার বেহাল দশা।। নাগরিক দুর্ভোগ বাড়ছে

Be the first to comment on "সিপাহিপাড়া চৌরাস্তার বেহাল দশা।। নাগরিক দুর্ভোগ বাড়ছে"