শিরোনাম

লৌহজংয়ে স্বামী ও শ্বাশুড়ীর অতাচারের বলি হলো গৃহবধূ

 

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্বামী ও শ্বাশুড়ির অত্যাচার সইতে না পেরে রুমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে এটি কি আসলেই আত্মহতা নাকি হত্যা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গৃহবধূ রুমার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলার বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। রুমা ওই গ্রামের সাগর সর্দারের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়াসহ নানা কারণে সাগর সর্দার প্রায়ই রুমাকে মারধর করতেন। এদিকে অত্যাচার সইতে না পেরে রুমা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর তার স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই পালিয়ে যায়। তাদের সংসারে মোঃ সৈকত হাসান(১১) ও সিমি অাক্তার নামে দুটি সন্তান অাছে।

রুমার বোন লিপি বেগম দাবি জানিয়ে বলেন, আমার বোনকে যৌতুকের জন্য তার স্বামী ও শ্বাশুরী অনেক নির্যাতন করতেন। রুমা আত্মহত্যাা করেনী তাকে হত্যা করা হয়েছে। এদিকে গৃহবধূ আত্মহতার পর লাশ ঘরে ফেলে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় ছত্রিশ গ্রামে এক রহস্যের সৃষ্টি হয়েছে।। স্থানীয়দের মনে প্রশ্ন এটি আত্মহত্যা নাকি হত্যা?। তদন্ত শেষে এর উত্তর বেড়িয়ে আসবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) মো: হাফিজুর রহমান রুমাকে স্বামী ও শাশুড়ির অত্যাচারের কথা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মনয়াতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জেনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

 

Be the first to comment on "লৌহজংয়ে স্বামী ও শ্বাশুড়ীর অতাচারের বলি হলো গৃহবধূ"

Leave a comment

Your email address will not be published.


*