স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মিরকাদিম রিকাবী বাজারে আব্দুল্লাহ আবু সায়ীদ পাঠাভ্যাস চর্চা কেন্দ্র নামে একটি পাঠাগার উদ্ধোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঠাগারের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, প্রভাষক মো: সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: তানভীর হাসান প্রমূখ। এতে প্রতিষ্ঠানটির সভাপতি ফজিলাতুন্নেছা তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এম এ রিন্টুসহ পাঠাগারের অন্যান্যরা।
Be the first to comment on "মুন্সীগঞ্জে আব্দুল্লাহ আবু সায়ীদ পাঠাগার উদ্ধোধন"