শিরোনাম

টঙ্গীবাড়িতে ফ্রি রিকের মেডিকেল ক্যাম্প

 

স্টাফ রিপোর্টার: বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় ১৫ মে মঙ্গলবার দিনব্যাপী টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির অফিসে “মা, শিশু ও গাইনী” রোগ বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে।
স্বাস্থ্য ক্যাম্পে মা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট ডাঃ সারমিন ফেরদৌস প্রায় ১৫০ জন রোগী দেখেন বলে নিশ্চিত করেন কর্মসূচির সমন্বয়কারী এ,এস,এম মোখলেসুর রহমান মুকুল। তিনি আরো বলেন স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া,দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই হলো কর্মসূচির মূল লক্ষ্য।
এতে স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, কর্মসূচি সমন্বয়কারী এ,এস,এম মোখলেসুর রহমান মুকুল,সিনিয়র অফিসার সুকোমল চৌধুরী, পিও নজরুল ইসলাম ও গাজী আব্দুল আউয়াল,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা নাঈম দোহা ক্যাভেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা ফারজানা আক্তার,সমৃদ্ধি এমআইএস কর্মকর্তা সোহাগ গাজী ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

 

 

Be the first to comment on "টঙ্গীবাড়িতে ফ্রি রিকের মেডিকেল ক্যাম্প"

Leave a comment

Your email address will not be published.


*