মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিলেনুর রহমান মিলন (চশমা প্রতীক) জয়লাভ করেছেন। তিনি ৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ মঞ্জুর আলি শেখ। তিনি আনারস মার্কায় ২ হাজার ৬২১ ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার ও টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিসার বদর উদ দৌজা ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে নির্বাচন শেষ হয়েছে।
রিটার্নিং অফিসার জানান, মোট ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। পাঁচগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১১ হাজার ৫৯২ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৮৮৫ ভোট কাস্টিং হয়েছে।
এদিকে, নির্বাচনে ভোট গণনার কারচুপির অভিযোগ এনে রিটার্নিং অফিসার বরাবর আবেদন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. মঞ্জুর আলি শেখ। রির্টানিং অফিসার ও টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিসার বদর উদ দৌজা ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যেহেতু রিটার্নিং অফিসারের পক্ষে ভোট পুনরায় গণনা করার সুযোগ নেই সেহেতু তাকে নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ট্রাইব্যুনাল এ ব্যাপারে যে রায় দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সিএম তানজিল হাসান/ বাংলা ট্রিবিউন
Be the first to comment on "পাঁচগাও ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়"