বির্তক যেমন সত্যের সন্ধান দেয়, তেমনি সত্য-মিথ্যার স্বরূপ চিনে নিতে সহায়তা করে। গনতান্ত্রিক চর্চার অন্যতম অনুষঙ্গ এবং বির্তক একটি শিল্প। এমন যুক্তিমালার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর মুন্সীগঞ্জ শহরের ঐহিত্যবাহী এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিএফএফ-সমকাল’র যৌথ উদ্যোগে “জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা” তুমুল তর্ক-বির্তকের মাধ্যমে সম্পন্ন হয়। এ প্রতিযোগিতায় বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা জান্নাতুল তাজরিন হিমিকা।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” স্লোগানে আয়োজিত বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী আক্তার।
বিকেলে বির্তক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি) এইচ এম রকিব হায়দার। সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশ জেলা কমিটির সভাপতি নাট্যকার জাহাঙ্গির আলম ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল, এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী আক্তার। প্রধান বক্তা হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন সাবেক বির্তাকিক ও মডারেটর শিহাবুল হাসান। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সমকালের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রতিযোগিতার সমন্বয়ক কাজী সাব্বির আহমেদ দীপু। এছাড়া আরও বক্তব্য রাখেন বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের শ্রীনগর প্রতিনিধি শফিকুল ইসলাম, সিরাজদীখান প্রতিনিধি ইমতিয়াজ বাবুল, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক হাসান জুয়েল প্রমুখ।
এর আগে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় বিচারক ও মডারেটরের দায়িত্বে ছিলেন রানা শফিউল্লাহ কলেজের প্রভাষক মো. জুনায়েদ, চ্যানেল-৯’র জেলা প্রতিনিধি ও সাবেক বির্তাকিক শিহাবুল হাসান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুরূদ সমাবেশ এর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম ঢালী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সমকাল প্রতিনিধি শফিকুল ইসলাম, ইমতিয়াউদ্দিন বাবুল প্রমুখ।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে “প্রশ্নফাঁসে সরকারের ব্যর্থতার চেয়ে সামাজিক অবক্ষয় বেশী দায়ী” এ বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন দল বিপক্ষে এবং রানার্সআপ দল পক্ষে যুক্তি-তর্ক খন্ডন করেন। এবার মুন্সীগঞ্জ জেলায় জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয় গুলো হচ্ছে- বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়, রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মাকহাটী জি সি উচ্চ বিদ্যালয়, কে কে গভ: ইনস্টিটিউশন, মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এ ভি জে এম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় ও রনছ-রুহিতপুর উচ্চ বিদ্যালয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়"