শিরোনাম

রামশিংয়ে বাড়ছে জুয়া খেলার প্রবণতা!

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগীনি রামশিং এলাকায় প্রতিনিয়ত জুয়া খেলার প্রবণতা বাড়ছে। এতে করে যুব সমাজ যেমন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে অপর দিকে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে ব্যপক অর্থ। রামশিংয়ে একাধিক রিক্সসার গেরেজসহ তাদের গড়ে উঠা আস্তানায় তারা খেলা পরিচালনা করছে। বজ্রযোগীনি ইউনিয়নের অন্যতম এলাকা হিসেবে পরিচিত রামশিং এখানে প্রায় সংঘর্ষ মারামারিসহ অপ্রীতিকর ঘটনায় বিব্রত এলাকাবাসী।

সূত্রে জানা যায় বহিরাগত ও স্থানীয় একটি সিন্ডিকেট জুয়ার আসরে নিমজ্জিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, এখানে রিক্সার গ্যারেজ সহ আশে পাশে বিভিন্ন পয়েন্ট জুয়ার আসর বসে।

এই বিষয়ে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন, যারা এর সাথে জড়িত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

।।প্রকাশিত  সংবাদের প্রতিবাদ :
এদিকে এই সংবাদ প্রকাশের পর প্রতিবাদ জানিয়েছেন এলাকার একাধিক ব্যক্তি। সেখানে প্রতিবাদ জানিয়ে বলা হয়, রামশিংয়ে কোন গ্যারেজে বা অন্যত্র এরকম ঘটনা ঘটেনি বা ঘটার সম্ভাবনা নেই। সমাজ বির্নিমানে  শৃঙ্খল ও সামাজিক কর্মকান্ডে রামশিংয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

Be the first to comment on "রামশিংয়ে বাড়ছে জুয়া খেলার প্রবণতা!"

Leave a comment

Your email address will not be published.


*