দোয়া চাইলেন বাবা
মুন্সীগঞ্জে কিন্ডার গার্টেন অফ এসোসিয়েশন কর্তৃক মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাসের নিকট হতে পুরষ্কার গ্রহন করছেন একই পরিবারের দুই সদস্য। দুইবোন তাসনীন ছাফাত ও তার ছোটবোন অনুদ। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে তাদের এই বৃত্তি দেয়া হয়। তাদের বাবা শওকত ঢালী এই দুই বোনের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
Be the first to comment on "রামপালে দুই বোনের বৃত্তি অর্জন"