স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এই খেলার উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক। তিনি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা, মুন্সীগঞ্জ জেলা পুলিশিংয়ের সভাপতি প্রবীর কুমার গাঙ্গুলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা কাদের মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী টুর্নামেন্টে নারী, পুরুষসহ ৬টি দল অংশ গ্রহন করে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে আন্তঃ জেলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন অতিরিক্ত ডিআইজি"