শিরোনাম

ট্রলার ডুবিতে ॥ নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

 

গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইট বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিক মোঃ রফিজ পরামানিকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশের কাছে ময়নাতদন্তের জন্য হস্তান্তর করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের রঘুরচর এলাকার মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।

সোমবার বিকেলের দিকে ঝড়ের কবলে পড়ে ইট বোঝাই ট্রলার ডুবে নিখোঁজ হন রফিজ। তিনি পাবনা জেলার চাটমোহর থানার সাইকোলা গ্রামের মোকছেদ পরামানিকের ছেলে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা জহিরুল হক জানান, সোমবার বিকেলে ঝড় শুরু হলে ট্রলারটি তীরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঝড়ের কবলে পড়ে কুলিয়ে উঠতে না পেরে ডুবে যায়।

এ সময় ১৪ জনের মধ্যে ১৩ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও রফিজ নিখোঁজ হন।

জনকন্ঠ

 

Be the first to comment on "ট্রলার ডুবিতে ॥ নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*