স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে মহান মে দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রসাশনের আয়োজনে সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়। র ্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয় পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সঅগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা শ্রমিক লীগের সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধা এম এ কাদের মোল্লা ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমূখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে মে দিবসে আলোচনা সভা"