শিরোনাম

মুন্সীগঞ্জে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা

 

আইরিন আক্তার: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে মিরকাদিম পৌর কার্যালয় প্রাঙ্গণে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।

এ সময় মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন সভাপতিত্ব করেন।
স্বাগতম বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো: মনির হোসেন। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সাদেক আলী সরকার, পৌর প্রকৌশলী মো: আমজাদ হোসেন, পৌর সচিব মো: সিদ্দিকুর রহমান প্রমূখ। এছাড়াও মিরকাদিম পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মো: আবদাল হোসেন, আ: মজিদ, আবু তাহের মিয়া, হারুন রশিদ, আ: রহিম বাদশা মো: মনির সোহেল, সানোয়ারা বেগম ও শাহীনা ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাসুদ ফকরী খোকন।
এতে সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।

Be the first to comment on "মুন্সীগঞ্জে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা"

Leave a comment

Your email address will not be published.


*