নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদরের পঞ্চসারের আধারিয়াতলা গ্রামে শিলা (ছদ্মনাম) নামে ১০ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে আধারিয়তলা এলাকার ভাড়াটিয়া হালিমা বেগমের মেয়ে ইমার সাথে এই ঘটনাটি ঘটায় তারই সৎ ভাই রুবেল (২০)। শিশুটির মা হালিমা বেগম জানান, আমার স্বামী খলিল খাঁন গ্রামে থাকে। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শাহীপুর গ্রামে দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন
। আমাদের দেখাশোনা না করায় ২ মাসে আগে মুন্সিগঞ্জ আসি এবং মিলে কাজ করে জীবিকা নির্বাহ করি। আমার স্বামীর আগের ঘরের সন্তান রুবেল (২০) আমার বাসায় আসে। আমি তাকে আমার ঘরে আশ্রয় দিয়েছি । আমি মিলের কাজ থেকে বিকালে বাসায় এসে দেখি পাশে দাঁড়িয়ে মেয়েটি কান্না করতাছে। পরে জানতে পারলাম রাসেল আমার মেয়ের সাথে খারাপ কিছু করেছে। ওকে আমি আপন সন্তানের মত আদর করতাম আর ও আমাদের এত বড় সর্বনাশ করলো। আমি এর বিচার চাই।
এদিকে শিশু ইমাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ডা: মো: ইফতিয়ার ইরফান জানান, শিশুটির প্রশাবের স্থান দিয়ে প্রচুর রক্ত ক্ষরন হয়েছে। আমরা প্রাথমিকভাবে রক্ত বন্ধ হওয়ার চিকিৎসা দিয়েছি । পুলিশকেও খবর দেওয়া হয়েছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষনের শিকার"