শিরোনাম

মুন্সীগঞ্জে কলকাতার নাটক ‘কোন গৃহবধূ’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে থিয়েটার সার্কেলের চারদিন ব্যাপি আন্তর্জাতিক নাট্যোৎসবেরর তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যায় ভারতের কলকাতার নাট্যদল গোবরডাঙ্গা নকশা নাটক কোন গৃহবধূ মঞ্চস্থ করেছে। নাটকটির নির্দেশনা দেন আশিষ দাস।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এতে খালেদা খানমের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উপসচিব মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান,  মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. নাসিরুজ্জামান খান,  ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সাব্বির হোসাইন জাকির। এছাড়াও  অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. আর্শেদউদ্দিন চৌধুরী, নাট্যোৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি আনমনা আনোয়ার, মহিলা পরিষদের সভাপতি এড. নাসিমা আক্তার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সংগঠক কমরেড হামিদা খাতুন, নাট্যকার এইচ কে আলমগীর স্বপন, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি এড. সুজন হায়দার জনি, আলোর প্রতিমা উপদেষ্টা হোসনেয়ারা ঝুমুর, সুদিপ দাস  দীপ, জিতু রায় ও আল মামুন প্রমূখ। এ সময় থিয়েটার সার্কেল সভাপতি শিশির রহমান অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।

 

 

নাটকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যপক উপস্থিতি ছিল লক্ষণীয়। নাটক মঞ্চায়নের পূর্বে শিল্পকলা উন্মুক্ত মঞ্চে বিভিন সসাংস্কৃতিক সংগঠন নৃত্য ও সংগীতানুষ্ঠান পরিবেশন করেন। এতে দীপান্বিতা দাস একক অভিনয়ে এক গৃহবধূর শৈশব কৈশোর  স্মৃতি,দাম্পত্য জীবনের দারুণ দু:খ কষ্টের না পাওয়ার এক চিত্র তুলে ধরেন।

Be the first to comment on "মুন্সীগঞ্জে কলকাতার নাটক ‘কোন গৃহবধূ’ মঞ্চস্থ"

Leave a comment

Your email address will not be published.


*