নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের বিল্লাল হোসেন নামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভবেরচর প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন নাগরিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা গজারিয়া অংশে মহাসড়কে উল্টোপথে গাড়ি চালানো বন্ধে ও তিন স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণে দাবি জানান।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফরিদা ইয়াছমিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন প্রমূখ।
উল্লেখ্য গত ০২এপ্রিল সোমবার রাতে উপজেলার ভবেরচর ঈদগাঁ এলাকা থেকে মহাসড়ক পার হওয়ার সময় বিল্লাল হোসেনকে দ্রুতগামী বেপরোয়া ঢাকাগামী বাস ধাক্কার দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Be the first to comment on "গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনায় মানববন্ধন"