মেয়ে তোমার পায়ের নুপুর
বুকের মাঝে কষ্ট বাড়ায়
তোমার দেখা স্বপ্নগুলো
পুড়ছে যে আজ রৌদ্র খরায়
তোমার সাথে চলতি পথে
হঠাৎ যখন মুখোমুখি
দুঃখ শোকে ন্যুব্জ তুমি
যতটা না কারো সখি
আজকে তোমার পাখানি আর
পায়ের তোড়ায় একটি নুপুর
বলতে কি চাও মেয়ে তুমি
তোমারও ছিল স্বপ্ন দুপুর
গভীর রাতের মাতাল হাওয়া
তোমার ঘরেও বাঁধতো বাসা
তোমার মাঝেও স্বপ্ন ছিল
হৃদয় কোনে থাকতো আশা
মৃত্যুপুরীর লাশের মাঝে
তোমার নুপুর চোখ খুলে দেয়
মানুষ তুমি,স্বপ্ন দ্যাখো
এই কথাটি ভীষণ ভাবায়।
Be the first to comment on "শাহানারা ইয়াসমিন লিলি’র কবিতা “ শিরোনামহীন”"