স্টাফ রিপোর্টার : মিরকাদিমে জমে উঠেছে ওস্তাদ মোতালেব পাটোয়ারি দ্বিতীয় ক্লেমন টি২০ গোল্ডকাপ টুর্নামেন্ট। এতে সোমাবার সকালে খেলায় অংশ নেয় সিদ্ধিরগঞ্জ ক্রিকেট ক্লাব বনাম ঢাকা স্টার্ন ক্লাব। ১৩০ রানে সিদ্ধিরগঞ্জ ক্লাবকে টার্গেট দেয় স্টার্ন ক্লাব । জবাবে ১২৯ রান করে অল উইকেট হারিয়ে পরাজিত হয় সিদ্ধিরগঞ্জ ক্রিকেট ক্লাব। জয় পায় স্টার্ন ক্লাব। এ সময় ম্যাচ সেরা মো: রায়হানের হাতে পুরুষ্কার তুলে দেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন রশিদ আজাদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইপত্র প্রকাশনের প্রকাশক সংগঠক মাহবুবুর রহমান বাবু, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি তরুণ লেখক মাহবুব আলম জয়, সহ-সভাপতি রানা মাসুদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা সহ-সভাপতি সৌরভ আহমেদ জনি, খেলা পরিচালক মো: রনি খান চিতা, মো: সজিব ও সানি প্রমূখ। খেলায় ৩২ টিম অংশ গ্রহণ করছে।
Be the first to comment on "মোতালেব পাটোয়ারি ক্লেমন টি২০ টুর্নামেন্ট দ্বিতীয় পর্বে উঠল স্টার্ন ক্লাব"