রানা মাসুদ : মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বাইনা বাড়ি বণিক্যপাড়া এলাকা থেকে সোমবার সকালে বিষ ধর একটি কালি পানস সাপটি উদ্ধার করা হয়েছে। সাপুরে সরদার মোহাম্মদ দেলোয়ার সাপটিকে এসে ধরেন। তিনি জানান, বাইনা বাড়ি বণিক্যপাড়ার স্থানীয় জনগন সাপটিকে দেখে আমাকে জানায়, আমি যেয়ে দেখি সাপটি এক ঘরের আপারে ফনা তুলে বসে আছে সেখান থেকে আমি উদ্ধার করি। এটি খুব বিষধর সাপ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে কালি পানস সাপ উদ্ধার"