জেলার সদর উপজেলার মুক্তারপুর সেতুর উপর বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতুর উপর এ ঘটনা ঘটে। নিহত মো. দুলাল (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের বাসিন্দা।
এ ছাড়া ঢাকার জুরাইন এলাকার মো. মাহামুদ মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪০), মো. আব্দুর গফুরের ছেলে আব্দুল লতিফ (৫৫) ও মৃত মাওলা মন্ডলের মেয়ে নারগিস আক্তার (৩০) আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানান, মুন্সীগঞ্জ সদরের গজারিয়াকান্দি গ্রামের শহরআলী পাগলার মাজার থেকে আটো রিকশা করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে বরিশালগামী (ঢাকা মেট্রো ব ১৫- ২৮৪৭) অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আটো’তে থাকা মো. দুলাল নিহত হয়। এবং আহত অবস্থায় মো. ঊজ্জ্বল, আব্দুল লতিফ ও নারগিসকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুন্সীগঞ্জ সদর থানার এস আই মো. ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আহত উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেস্ক / সোনালীনিউজ
Be the first to comment on "মুক্তারপুর সেতুর উপর বাস-অটো সংঘর্ষ, নিহত ১"