রানা মাসুদ : মুন্সীগঞ্জ সদরের পঞ্চসারে হাজী মান্নান ফকির স্মৃতি লেপটপ ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বি স্টার গোসাইবাগ। শুক্রবার বিকালে মুক্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন মুক্তাপুর স্যাটেলাইট ক্লাবকে ২-১ গোলে হারিয়ে বি স্টার গোসাইবাগ। খেলাটি প্রথমে র্নিধারিত সময়ে শূন্য শূন্য গোলে ড্র হয়। পরে ট্রাইবিকারে ২-১ গোলে জয় পায় গোসাইবাগ। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা। ডা: মো: জসিমউদ্দিনের সভাপতিত্বে অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন মো: গোলাম কিবরিয়া, মো: আশ্রাফুল আলম সোহেল, মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: গোলাম রহমান, সংগঠক ওমর ফারুক, রানা মাসুদ প্রমূখ। খেলার পরিচালনা করেন মো: ইমরান ও নাহিদ। খেলায় মোট ১৬ টিম অংশ গ্রহণ করে।
Be the first to comment on "পঞ্চসারে হাজী মান্নান ফকির স্মৃতি লেপটপ ডিগবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোসাইবাগ"