স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগীনি রামশিং গ্রামে বৃহস্পতিবার জমি সংক্রান্ত সালিশ বৈঠক চলাকালিন প্রতিপক্ষের অতর্কিত হামলায় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম নান্নু ও তার ভাই সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান, মুক্তিযুদ্ধা মরহুম খোকা মিয়ার ছেলে বজ্রযোগীনি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: সাইফুল ইসলাম রনি সহ ৬ জন আহত হয়েছে। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
স্থানীয়রা জানান মো: আওলাদ ও রেহান শরিফ গংদের সাথে ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্নু গংদের জমি সংক্রান্ত জের চলছিল। এই নিয়ে বৃহস্পতিবার বিকালে রামশিং গ্রামে বজ্রযোগীনি চেয়ারম্যান মো: তোতা মিয়া মুন্সিসহ অন্যান্যদের উপস্থিতিতে দুই গ্রুপে হট্টগোল দেখা দিলে এক পর্যায়ে সংঘর্ষ জড়িয়ে যায় অপর গ্রুপ। এতে আওলাদ গংরা অতর্কিত হামলা চালিয়ে এই ঘটনা ঘটান বলে জানান মো: শহিদুল ইসলাম নান্নু মিয়া। আহত সাবেক ছাত্রনেতা মো: মেহেদি হাসান জানান মিমাংশা হওয়ার জন্য বৈঠক সালিশ চলাকালিন সময়ে আমাদের উপর সকলের সামনেই হামলা চালায় আওলাদ গং। ।স্থানীয় রাহান শরীফ(৩৮), আওলাদ হোসেন(৫০), নবির হোসেন(৪০), মোয়াজ্জেম হোসেন(৩০), শাকিল(২৫), আরিফ হোসেন(৩৮), মন্টু(৩৩) প্রমুখ এই হামলা চালায়।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কর্মকর্তা মো: জিল্লুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment on "রামশিংয়ে সালিশ বৈঠকে হামলা :প্যানেল চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতিসহ আহত ৬"