শাহরিয়ার : মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার ঢালী বাড়ী এলাকার মৃত : এলাহী ঢালীর ছেলে ইব্রাহিম ঢালী (৬০) নামক এক চা দোকানির মৃত্যু হয়েছে। জানা গেছে মঙ্গলবার রাতে কাল বৈশাখীর ঝড়ে ইব্রাহিম ঢালীর বাড়ীর বিদ্যুৎ এর তার ছিড়ে যায়। বুধবার দুপুরে ১২: টার দিকে তাদের বাড়ীর পাশের একটি ডোবায় তার মেরামতের জন্য জান তিনি। সেখানেই ছিড়ে যাওয়া বিদ্যুতরের তারে তার মৃত্যু হয়। বিকেল তাকে পরিবারের সবাই খুঁজা খুঁজিকরেন। না পেয়ে ডোবায় গিয়ে দেখতে পান মৃতদেহ পড়ে আছে। রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে। পঞ্চসার ইউপি ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: সালামত মিয়া জানান আগের রাতে ঝড়ড়ের সময় তাদের বিদ্যুৎ লাইন ছিড়ে যায়।
তা মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়। তার পরিবারে বইশছে শোকের ছায়া।
Be the first to comment on "পঞ্চসারে বিদ্যুৎপিষ্টে চা দোকানির মৃত্যু"