রানা মাসুদ : মুন্সীগঞ্জের মিরকাদিমে ওস্তাদ মোতালেব পাটোয়ারী দ্বিতীয় ক্লেমন টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার সকালে গ্রীণওয়েল ফেয়ার সেন্টার মাঠে খেলাটির উদ্ধোধন করবেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম। এতে উদ্ধোধনী দিনে প্রতিদন্ধিতা করেন ঢাকা রকমারী ক্লাব ও নারায়নগঞ্জ কাশিপুর বয়েজ ক্লাব। এতে রকমারী ক্লাব ১১৭ রান করে কাশিরপুর বয়েজ ক্লাবকে হারিয়ে দেয়। এতে কাশিরপুর বয়েজ ক্লাব ৫৬ রান করে। উদ্ধোধনী খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি গ্রীনওয়েল ফেয়ার সেন্টারের সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুজ্জামান শরীফ, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: ফারুক জমিদার, খেলার
পরিচালক মো: সজিব, রনি খান চিতা, মো: মাসুদ রানা ও সানি প্রমূখ। খেলায় দেশের ৩২ টিম অংশ গ্রহণ করছে।
Be the first to comment on "মিরকাদিমে ওস্তাদ মোতালেব পাটোয়ারী ক্লেমন টি২০ টুর্নামেন্ট উদ্ধোধন"