শিরোনাম

এক হালি ইলিশ বিক্রি হলো ২৭ হাজার টাকায় মাওয়ায় ইলিশের আমদানি বাড়লেও ক্রেতা কম ॥ আকাশ ছোঁয়া দাম

 

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পহেলা বৈশাখ উপলক্ষে বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা পারের মাওয়া মৎস্য আড়তে প্রচুর ইলিশের আমদানি হয়। তবে ইলিশের আমদানি বাড়লেও ক্রেতার সংখ্য ছিল কম। আবার ইলিশের দামও ছিল আকাশ ছোঁয়া।

গতকাল বুধবার ভোরে মাওয়া মৎস্য আড়তে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রচুর বড় বড় ইলিশ রয়েছে জেলেদের ডালিতে। ভোর রাতেই ইলশ ধরা জেলেরা এসব ইলিশ পাইকারী দরে বিক্র করে গেছে স্থানীয় জেলেদের কাছে। তারা অধিক মূল্যের আশার ডালিতে ইলিশ সাজিয়ে বসে আছে ক্রেতার আশায়। কিন্তু ক্রেতার সংখ্যা ছিল কম।

মৎস্যজীবী স্বপন চন্দ্র দাস জানান, তিনি দেড় থেকে পোনে দুই কেজির এক হালি ইলিশ বিক্রি করেছেন ২৭ হাজার টাকার। ঢাকার এক ক্রেতা সকালে তার নিকট থেকে এ ইলিশ কিনে নেন। নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে তাই ইলিশের দাম একটু বেশী।

নদীতে মাছ ধরা জেলে রুহুল আমিন জানান, পদ্মায় এখন ইলিশের আনাগোনা কম। তাই জালে ইলিশও তেমন একটা আটকা পড়ছেনা। বাজারে যে সকল ইলিশ পাওয়া যাচ্ছে তা অনেকি মজুদ করে রেখেছিল পহেলা বৈশাখ উপলক্ষে অধিক দামে বিক্রর আশায়। তবে তিনি মনে করেন আজ বৃহস্পতি ও  শুক্রবার বাজারে ইলিশের ক্রেতার সংখ্যা বাড়বে। তবে একজন ক্রেতা বলছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলিশ ছাড়া অন্য মাছ দিয়েও বৈশাখ করতে। সম্ভবত সে কারণে এবা ইলিশের ক্রেতা কম।#

—সভ্যতার আলো

 

Be the first to comment on "এক হালি ইলিশ বিক্রি হলো ২৭ হাজার টাকায় মাওয়ায় ইলিশের আমদানি বাড়লেও ক্রেতা কম ॥ আকাশ ছোঁয়া দাম"

Leave a comment

Your email address will not be published.


*