স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের সেই সাবেক ছাত্রলীগের সভাপতির কথা বলছি। যিনি বর্তমান ছাত্রলীগ কমিটির পূর্বের কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আসাদুজ্জামান সুমন।। ছাত্র রাজনীতিতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তিনি বর্তমান কেন্দ্রিয় যুবলীগের কার্যকরি সদস্য হিসেবে রয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের আসন্ন কমিটি হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আসন্ন কমিটি কেমন দেখতে চান জানতে চাইলে আলোকিত মুন্সীগঞ্জকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক এই সফল সভাপতি বলেন,
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে যারা তাদেরকে জানাই অভিনন্দন। আমি আশা করি সুযোগ্যদের এখানে নির্বাচিত করা হবে। এ সময় তিনি নৌকার পক্ষে ভোট চান। বলেন ক্লিন ইমেজদের ছাত্রলীগে দেখতে চাই। দেশের উন্নয়নে ছাত্রলীগের অনন্য ভূমিকা রয়েছে। সকল প্রকার সন্ত্রাস, ভূমি দখল, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মুক্ত ছাত্রলীগ দেখতে চাই।
Be the first to comment on "ছাত্রলীগকে যেমন দেখতে চান সাবেক সভাপতি সুমন"