স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ৯.২০ মিনিট সিপাহিপাড়া ব্যাপক যানজট সৃষ্টি হয়। অন্যদিকে এইচ.এস.সি পরীক্ষার্থীরা যানজটে নানান ভোগান্তিতে পড়ে। এ সময় দায়িত্বে থাকা দুইজন ট্রাফিক পুলিশ সদস্য যানজট মুক্ত করতে চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। পরীক্ষার সময়ে অতিরিক্ত পুলিশ থাকলে এই যানজট মুক্ত করা সম্ভব হতো বলে মনে করছেন ভূক্তভোগী পথচারীরা। এই যানজট প্রায় আধা ঘন্টা যাবৎ চলে। প্রতিদিনের এই চিত্রটি আমলে নেওয়ার দৃষ্টি আকর্ষণ করছি। খবর নিয়ে জানা গেছে একাধিক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা হলে পৌঁছাতে পারেনি।
Be the first to comment on "সিপাহিপাড়া যানজট, এইচ.এস.সি পরীক্ষার্থীদের ভোগান্তি"