নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পালপাড়া এলাকায় আবারো মাদক ব্যবসায়ির হাতে এক নিজাম (১৮) নামে এক যুবক খুন হয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুর। মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়িরা বেপরোয়া হয়ে উঠেছে বিধায় নিত্য নতুন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। জানা যায় ঘটনার দিন ৬ এপ্রিল স্থানীয় মাদক বিক্রেতা আকাশের কাছে অজ্ঞাত এক ব্যক্তি আসে এবং পাশেই দাঁড়িয়ে থাকা নিজামের কাছে পুরিয়া চায়। নিজাম এর প্রতিবাদ করে তাকে থাপ্পর মারে আর এতে ক্ষিপ্ত হয়ে নিজামকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে আকাশ। এরপর তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার দুপুরে নিজাম মারা যায়। ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার এসআই সঞ্জয়, মনির ও মোজাম্মেল রবিবার পালপাড়া আসেন। হত্যাকারী আকাশের বাড়িতে হানা দেন।
ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ী আকাশ আত্মগোপনে রয়েছে।।
খুন হয়ে যাওয়া নিজামের আদি বাড়ি হচ্ছে চাঁদপুর। সে মুন্সিগঞ্জে তার নানার বাড়ির সাথেই ভাড়া থাকতেন।
Be the first to comment on "মাদক ব্যবসায়ীদের উৎপাত, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নিজাম"