৯ এপ্রিল মুন্সীগঞ্জে আসছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন তিনি। দুপুর ১২ টায় হেলিকপ্টার যোগে মুন্সীগঞ্জে আসার কথা রয়েছে মাশরাফির।
সকাল ১০ টায় স্টেডিয়ামে সদর উপজেলা ও গজারিয়া উপজেলার মধ্যে ফাইনাল খেলা ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগের কমিশনার এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এম. বজলুল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিকে মাশরাফি আসার লক্ষে ব্যপক নিরাপত্তা নেয়া হয়েছে। মুন্সীগঞ্জে তার ভক্তদের নিয়ে এক মিলন মেলা ঘটবে ৯ এপ্রিল।
ডেস্ক/
Be the first to comment on "কাল মুন্সীগঞ্জে আসছেন মাশরাফি"