রানা মাসুদ : মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন বলেছেন, আমরা কেবল স্বপ্নই দেখাই না স্বপ্ন বাস্তবায়নও করি। মিরকাদিমে বিগত দিনে রাস্তাঘাটের ব্যপক উন্নয়ন হয়েছে। যার দৃশ্যমান প্রমাণ জনগন। শনিবার সকালে মিরকাদিম কমলাঘাট শিল্পবন্দরে প্রধান সড়ক উদ্ধোধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন মিরকাদিম কমলাঘাট শিল্প বন্দরের কার্যগতি আরো বৃদ্ধি ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এই সড়কটি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই সড়ক নির্মাণ করায় ব্যবসায়ীদের কাঙ্খিত বাসনা পূর্ণ হয়েছে।আপনাদের সহযোগীতা নিয়ে আগামিতে মিরকাদিমে আরো ব্যপক উন্নয়ন করা হবে।
এতে ব্যবসায়ী হাজী মো: ওসমান গনির সভাপতিত্বে অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন সানফ্লোওয়ার ব্যবসায়ী মো: মনির হোসেন, কমলাঘাট শিল্প বন্দর সমিতির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আবদাল হোসেন, মো: আব্দুল মজিদ,মো: আবু তাহের মিয়া, আ: রহিম বাদশা, মো: হারুন অর রশিদ, মো: সোহেল মনির, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: নাছিরউদ্দিন, মুক্তিযুদ্ধা মো: রহিম কমান্ডার, ব্যবসায়ী নেতা মো: আ: রহমান, মো: মরতুজ আলী হিরা, মাসুদ ফকরি খোকন, মো: ইসমাইল হোসেন রাহাত, রিকাবী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো: বাবুল আহমদ প্রমূখ।
Be the first to comment on "আমরা কেবল স্বপ্নই দেখাই না বাস্তবায়নও করি, মেয়র শাহীন"