শিরোনাম

রামপালে পহেলা বৈশাখ উদযাপনের ব্যাপক প্রস্তুতি

 

স্টাফ রিপোর্টার :  রামপালে  আমরা রামপাল বাসী’র উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা হয়েছে। শুক্রবার বিকালে রামপাল মহাবিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন এই প্রস্তুতি সভায় উস্থিত ছিলেন সংগঠক মো: শাহাবুদ্দিন, মো: শারজাহান ঢালী, রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর হাসান, ডা. মো: জাহাঙ্গীর আলম,   মো: তোফাজ্জল হোসেন টিআলী, লেখক আলম শহীদ,  মো: মহিউদ্দিন আল মামুন, শেখ মনিরুজ্জামান রিপন, মর্জিনা বেগম, মো: মোশারফ হোসেন দালাল, মো: ইসলাম হাওলাদার, মো: শামিম হাসান, মেহেদি হাসান মিঠু, মো: মোস্তফা আলম জিপু, মো: মো: শেক ফরিদ, মো:  জাকির হোসেন, মো: নিশু, মাহবুব আলম জয়, মো: কমল ও ফরহাদ হোসেন প্রমূখ। বাংলা নববর্ষ উদযাপন ও  সাংস্কৃতিক উৎসব সহ নানান আয়োজনে দিনটি পালনে রামপাল বাসীর এক মিলন মেলা ঘটবে পহেলা বৈশাখে।

 

 

Be the first to comment on "রামপালে পহেলা বৈশাখ উদযাপনের ব্যাপক প্রস্তুতি"

Leave a comment

Your email address will not be published.


*