শিরোনাম

ও আর কোন দিন হালুয়া বিক্রি করবে না!

 

মঈনউদ্দিন সুমন: জেলার লৌহজং উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. মহিবুল্লাহ (১৮) নামে এক হালুয়া ফেরিওয়ালা নিহত হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষীপুর গ্রামের আবি রহমানের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সকালে মাওয়ায় চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে হালুয়া বিক্রি করছিল মহিবুল্লাহ। এসময় দ্রতগতির একটি ঢাকাগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় ও রাস্তার পাশে ৩ টি দোকানে পড়ে।

 

নিহতের মরদেহ লৌহজং থানা হেফাজতে আছে। বালুবাহী ট্রাক আটক করা হয়েছে এবং গাড়ির সাথে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

ডেস্ক রিপোর্ট :

 

Be the first to comment on "ও আর কোন দিন হালুয়া বিক্রি করবে না!"

Leave a comment

Your email address will not be published.


*