শেখ রাসেল ফখরুদ্দীন,(মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাল্য বিবাহ বন্ধ ও বাল্য বিবাহের মূল হোতা পাঁচগাও ইউনিয়নের কাওসার কাজীকে গ্রেফতারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গীবাড়ী উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে রবিবার সকালে উপজেলা ভবনের সামনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার পাঁচগাও ইউনিয়নের কাঁইচ মালধা মহিলা মাদরাসায সম্পৃতি চুপিসারে একটি বাল্যবিবাহ সম্পূর্ণ করেন চাঁন শরিফ ও কাওসার কাজী । এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তদন্তে বেরিয়ে আসে থলের বিড়াল। স্হানীয়রা জানান, মোটা অংকের উৎকোচের বিনিময়ে প্রতি মাসে কম পক্ষে চার পাঁচটি বিবাহ সম্পূর্ণ করেন চাঁন শরিফ ওরফে কাওসার কাজী। এসব ঘটনা স্থানীয় সচেতন মহল একাধিকবার প্রশাসনকে জানানোর পরও কেন তার সনদ বাতিল এবং তাকে কেন গ্রেফতার করা হলোনা এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। মানব বন্ধন কারীরা জানান, চাঁন শরিফ ওরফে কাওসার কাজীকে দ্রুত গ্রেফতার করে যথাযথ আইনের আওতায় আনা হোক।
Be the first to comment on "টঙ্গীবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ"