শিরোনাম

টুইস্টার এবং আর্সেনিক মিটিগেশন প্রযুক্তিতে বিসিএসআইআর এবং জাপানের যৌথ গবেষণা

 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং জাপানের জেডিসি কর্পোরেশনের উদ্ভাবিত টুইস্টার প্রযুক্তি এবং আর্সেনিক মিটিগেশন প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণা শুরু করছে বিসিএসআইআর। গতকাল বিসিএসআইআর-এর আইএফএসটি সেমিনার কক্ষে ২ দেশের গবেষকদের মধ্যে যৌথ গবেষণার চুক্তি ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: ফারুক আহমেদ, চেয়ারম্যান বিসিএসআইআর। গেস্ট অব অনার এবং টুস্টার প্রযুক্তি মূল প্রবন্ধ উপস্থাপন করেন মি: তাকেও আসাকুরা, প্রেসিডেন্ট জেডিসি কর্পোরেশন, জাপান। আর্সেনিক মিটিগেশনের প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. নজরুল ইসলাম ভুঁইয়া, এসএসও আইএফএসটি, বিসিএসআইআর।

প্রধান অতিথির বক্তব্যে মো: ফারুক আহমেদ বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গণ্ডি পেরিয়ে উন্নয়নশীল ও উন্নত দেশের সারিতে পৌঁছে যাচ্ছে। আমাদের বৈজ্ঞানিক উপায়ে ও উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বল্প সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের বাজেটের বড় একটি অংশ ব্যয় হয় সড়ক ও বাঁধ নির্মাণে। আমরা যদি টুস্টার প্রযুক্তিটি এদেশের উপযোগী করে ব্যবহার করতে পারি তবে অর্থনৈতিক সাশ্রয়ীসহ সড়কের স্থায়ীত্ব বৃদ্ধি পাবে এবং নদী ভাঙন অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

 

ডেস্ক রিপোর্ট

 

Be the first to comment on "টুইস্টার এবং আর্সেনিক মিটিগেশন প্রযুক্তিতে বিসিএসআইআর এবং জাপানের যৌথ গবেষণা"

Leave a comment

Your email address will not be published.


*