স্টাফ রিপোর্টার : মিরকাদিমে শুক্রবার বিকালে ঝড়ের কবলে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ের পুরাতন প্রাচীন দেয়াল ধসে পুকুরে দেবে গেছে। এতে বিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধসে যাওয়া দেয়ালটি উচ্চতায় ১৫ ফুট এবং দৈর্ঘ্যে প্রায় ৫০ ফুট। এই বিদ্যালয়টি ১৯৬১ সালের প্রতিষ্ঠার অনেক পূর্বে দেয়ালটি নির্মাণ করা হয়। রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন জানান, শুক্রবার বিকালে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়টির পুরাতন সীমানা প্রাচীর পাশের পুকুরে ধসে যায়। দ্রুত দেয়ালটি নির্মাণ না করা গেলে বিদ্যালয় সংলগ্ন মূল সড়কের পাশে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।
Be the first to comment on "মিরকাদিমে ঝড়ের কবলে বিদ্যালয়ের দেয়াল ধসে পুকুরে!"