শিরোনাম

মুন্সীগঞ্জ ১ আসন : প্রচারণায় ব্যস্ত মাকসুদ আলম ডাবলু

 

স্টাফ রিপোর্টার:   মুন্সীগঞ্জের তিনটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে  মুন্সীগঞ্জ-১।  এটি  শ্রীনগরও সিরাজদিখান দুটি উপজেলা নিয়ে গঠিত।  এ আসনে বিভিন্ন দলীয় প্রার্থীবৃন্দ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  এখানে  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাকসুদ আলম ডাবলু জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে তিনি প্রার্থীর  হওয়ার লক্ষে দলীয় নেতাকর্মিদের সাথে জনসংযোগ, পোষ্টার ও ফেস্টুন দিয়ে প্রচারণাসহ  নানান কর্মকান্ড করছেন। আসনটিতে তার ব্যাপক সমর্থকও রয়েছে।  স্থানীয়দের নিকট জনপ্রিয়তা অর্জন করে মাঠে আছেন মাকসুদ আলম ডাবলু।

মাকুসুদ  আলম ডাবলু  বলেন, আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসন হতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চাইবো।  শান্তিময় রাজনীতির পট পরিবর্তনে জনগনের সহায়তায় দরকার। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করবো।  এ সময় তিনি সকলের সহযোগিতা চান ও নৌকার পক্ষে কাজ করার আহবান করেন।

এই আসনে আওয়ামীলগের আরো একাধিক শীর্ষ নেতা দলীয় মনোয়ন প্রত্যাশায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Be the first to comment on "মুন্সীগঞ্জ ১ আসন : প্রচারণায় ব্যস্ত মাকসুদ আলম ডাবলু"

Leave a comment

Your email address will not be published.


*