মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চেতনায় একাত্তরের আয়োজনে মুন্সীগঞ্জ শহর শহীদ মিনার প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলী অর্পন করা হয়।
চেতনায় একাত্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মেদ এর নেতৃত্বে মিছিলে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আ: রহিম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা কেয়ায়েত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এ,কে, এম দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলি দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ, বীর মুক্তিযোদ্ধা ছালাউদ্দিন প্রমুখ মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড -এর মুক্তিযোদ্ধা সন্তান আবুল বাসার, সৌরভ আহম্মেদ জনি, মান্নান রনি,সাওন আহম্মেদ জুম্মান,মেহেদী হাসান, প্রাচির, সিহাদ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
শহীদ স্মৃতিসৌধে আলোচনায় অংশ নিয়ে চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ বলেন, বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মহান মুক্তিযোদ্ধে আমরা অংশ গ্রহণ করি। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময় মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় রাষ্ট্র কর্তৃক অপমানিত, লাঞ্চিত হয়েছে, নুন্ন্যতম সম্মান পায়নি। আজ মুক্তিযোদ্ধা বান্ধব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান প্রদান করেছেন। ভাতা, চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আর্থিকভাবে স্বচ্ছতা এনে দিয়েছেন আমরা যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করবো, এটাই আমাদের আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
Be the first to comment on "মহান স্বাধীনতা দিবসে চেতনায় একাত্তরের আনন্দ মিছিল ও শ্রদ্ধাঞ্জলি"